ইউক্রেনে সোমবার সকালের ব্যস্ত সময়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় ১০০ টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১০০ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। কর্মকর্তারা বলছেন, এতগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর এবার ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকে হামলার নিশানা করেছে রাশিয়া। খবর বিডিনিউজের।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু অংশসহ বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। কিয়েভসহ কয়েকটি নগরীতে বোমা বিস্ফোরণ ঘটেছে। দেশের অর্ধেকেরও বেশি অংশ হামলার শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জ্বালানি খাতে বিপুল ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন। কিয়েভে সোমবার সকালে অধিবাসীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার কথা জানিয়েছে।
অথচ এর আগে সেখানে একমাস বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্নই ছিল। রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে নিশানা করে হামলা চালানোর খবর নিশ্চিত করেছে এবং এসব হামলার জন্য উন্নতমানের অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে। ইউক্রেনজুড়ে বিভিন্ন নগরীতে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। কিয়েভের অধিবাসীরা হামলা থেকে বাঁচতে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছে।
কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধের আড়াইবছরে এর আগেও অন্তত ১০ টি অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলা নিশানা হয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে গত মার্চে নাটকীয়ভাবে হামলা জোরদার করে রুশ বাহিনী। শীতের আগে লোকজনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ থেকে বঞ্চিত রাখতে রাশিয়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলেই প্রতীয়মান হচ্ছে।