ইউক্রেনে হামলা করবে না রাশিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনও অভিপ্রায় নেই বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে রাশিয়া। সোমবার জেনেভায় দুই দেশের কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের সাত ঘণ্টাব্যাপী বৈঠকের পর উভয়পক্ষ উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যেতে রাজি হয়েছে। তবে আলোচনার পর উল্লেখযোগ্য কোনও অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। প্রায় এক লাখ রুশ সেনা ইউক্রেইন সীমান্তের কাছে মোতায়েন আছে বলে ধারণা করা হয়। সেকারণে রাশিয়া যে কোনও সময় ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এ নিয়ে সতর্কবার্তাও দিয়েছে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে এও বলেছে যে, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওদিকে, পশ্চিমাদের সঙ্গে মস্কোর সংঘর্ষ বাধার ঝুঁকিকে খাটো করে না দেখার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সাংবাদিকদের বলেছেন, আমরা আমাদের সহকর্মীদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি যে, ইউক্রেইনে হামলার কোনও পরিকল্পনাও নেই, অভিপ্রায়ও আমাদের নেই। তিনি বলেন, রাশিয়ার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলেছেন যে, সেনা এবং সামরিক বাহিনীর যুদ্ধ প্রশিক্ষণের জন্য সব পদক্ষেপ আমাদের ভূখণ্ডের মধ্যেই পরিচালিত হয় এবং এই কর্মকান্ডের সীমানা ছাড়িয়ে যাওয়া নিয়ে আশঙ্কা করার কোনও কারণ নেই। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান এই আলোচনাকে ‘অকপট এবং খোলা মনের’ বলে বর্ণনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনিউ ইয়র্কের পাঁচতারকা হোটেল কিনছেন মুকেশ আম্বানি
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়