ইউক্রেনে রেকর্ড ৩৬৭ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সবচেয়ে বড় হামলা

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৯:০৮ পূর্বাহ্ণ

ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। দেশটিতে আগ্রাসন শুরুর পর থেকে গত শনিবার এক রাতেই রাশিয়ার সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিভিন্ন নিশানায় আঘাত হেনেছে। এটিই এখন পর্যন্ত চলমান যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিক থেকে রাশিয়া বিভিন্ন ধরনের রেকর্ড ৩৬৭টি ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন আকাশযান ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ৪৫ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ২৬৬টি ইউএভি ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা। হামলায় ইউক্রেনের বেশির ভাগ এলাকাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২২টি স্থানে ড্রোনক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। বিবিসি জানায়, গতকাল সকালে এঙে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ব্যাপক মাত্রার এই হামলার পর উদ্ধারকারীরা ৩০টিরও বেশি গ্রাম ও শহরে উদ্ধারকাজ চালাচ্ছে। রাশিয়া যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং প্রতিদিনই মানুষ মারছে। দুনিয়া হয়ত সাপ্তাহিক ছুটিতে যেতে পারে। কিন্তু যুদ্ধ চলতেই থাকে, সেখানে নেই কোনও সপ্তাহান্ত কিংবা সাপ্তাহিক ছুটির দিন। এ বিষয়টি উপেক্ষা করা যায় না। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৬৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধএক্স, টেসলার কাজে পূর্ণ মনোযোগী হচ্ছি : মাস্ক