ইউক্রেনে যুদ্ধকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির মেয়র জানিয়েছেন, গত বছর পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানীতে এটিই রাশিয়ার বৃহত্তম ড্রোন হামলা। বিবিসি জানিয়েছে, শনিবার (২৫ নভেম্বর) ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে কিয়েভের বাসিন্দাদের।

এরপর অন্তত ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালায় রুশ ড্রোন। শহরের উত্তর ও পূর্ব দিক থেকে ধেঁয়ে আসে একের পর এক হামলা। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের তৈরি অন্তত ৭৫টি শাহেদ ড্রোন ব্যবহার করেছে মস্কো। এর মধ্যে ৭৪টি ড্রোনই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

সামপ্রতিক দিনগুলোতে ইউক্রেনে হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে ধীর গতির এবং একটি স্বতন্ত্র ডানা বিশিষ্ট। ড্রোনগুলো যদি আকাশেও ধ্বংস করা হয়, তবু এর ধ্বংসাবশেষগুলোও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

পূর্ববর্তী নিবন্ধস্রোতের প্রতিকূলে সাঁতরে তীরে এসেছেন এনাম-তানসীর
পরবর্তী নিবন্ধইসরায়েল যতদিন যুদ্ধবিরতি মানবে,ততদিন হামাসও মানবে