ইউক্রেনে বিতর্কিত গুচ্ছ বোমা পাঠানোর পক্ষে সাফাই বাইডেনের

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

নিরপরাধ বেসামরিক মারার রেকর্ড আছে এমন ক্লাস্টার বা গুচ্ছ বোমা ইউক্রেনকে দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের গোলাবারুদ ফুরিয়ে আসায় তাকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। পদক্ষেপে রাজি হতে বেশ খানিকটা সময় লেগেছে জানিয়ে বাইডেন বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি বিবেচনায় নিয়েই তাকে সিদ্ধান্তটি নিতে হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সময়োচিত পদক্ষেপের প্রশংসা করলেও বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং যুক্তরাষ্ট্রের অনেক ডেমোক্রেট রাজনীতিকও এর সমালোচনা করেছেন বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ ইউক্রেনকে গুচ্ছ বোমা দেওয়ার মার্কিন পদক্ষেপকে ওয়াশিংটনের নিষ্ঠুরতা অ্যাখ্যায়িত করে কড়া ভাষায় এর সমালোচনা করেছেন। শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন জানান, তিনি পদক্ষেপ নিয়ে মিত্রদের সঙ্গে কথা বলেছেন। কয়েকদিন বাদেই লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলনে তাদের সঙ্গে তার সাক্ষাৎও হবে। বিশ্বের ১২০টিরও বেশি দেশে নিষিদ্ধ গুচ্ছ বোমা, তবে রাশিয়া ও ইউক্রেন উভয়েই এবারের যুদ্ধে বোমা ব্যবহার করেছে।

শুক্রবার হোয়াইট হাউসের দৈনন্দিন ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান বলেছেন, অবিস্ফোরিত গুচ্ছ বোমায় বেসামরিকদের ঝুঁকির বিষয়টি কর্মকর্তারা স্বীকার করছেন। এই কারণেই আমরা যতটা সম্ভব দেরি করে সিদ্ধান্ত নিয়েছি, বলেছেন তিনি।

সালেভান বলেছেন, ইউক্রেনের কামানের গোলা শেষ হয়ে আসছে, যতক্ষণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন না বাড়ছে, ততক্ষণ এই সরবরাহকৃত গুচ্ছ বোমা সেতুর ভূমিকা পালন করবে। যুদ্ধের এই পর্যায়ে আমরা ইউক্রেনকে অরক্ষিত রাখতে পারবো না, বলেছেন তিনি। এই গুচ্ছ বোমার বিপদ হচ্ছে, এগুলো অনেক সময়ই অবিস্ফোরিত অবস্থায় ভূমিতে বছরের পর বছর পড়ে থাকে এবং হুটহাট বিস্ফোরিত হয়। এ কারণেই এর ব্যবহার নিয়ে বিতর্ক আছে। সালেভান সাংবাদিকদের বলেছেন, তারা ইউক্রেনে যেসব গুচ্ছ বোমা পাঠাচ্ছেন, সেগুলো রাশিয়া এরই মধ্যে যুদ্ধে যেসব গুচ্ছ বোমা ব্যবহার করেছে তার তুলনায় অনেক নিরাপদ। যুক্তরাষ্ট্র যেগুলো পাঠাচ্ছে সেগুলো অবিস্ফোরিত থাকার হার আড়াই শতাংশেরও কম, অন্যদিকে রাশিয়ারগুলোর অবিস্ফোরিত থাকার হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে, বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের আইনে অবিস্ফোরিত থাকার হার ১ শতাংশের বেশি এমন গুচ্ছ বোমার উৎপাদন, ব্যবহার ও সরবরাহে নিষেধাজ্ঞা আছে, তবে আইনটিকে পাশ কাটিয়ে বিতর্কিত এই যুদ্ধাস্ত্র ইউক্রেনে পাঠানোর ক্ষমতা আছে বাইডেনের। ইউক্রেন যুদ্ধ শুরুর দিকে রাশিয়া এ ধরনের গুচ্ছ বোমা ও থার্মোব্যারিক বোমা ব্যবহার করেছে, এমন অভিযোগের প্রেক্ষিতে হোয়াইট হাউসের সেসময়কার প্রেস সেক্রেটারি বলেছিলেন, অভিযোগ সত্যি হলে এটা সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ প্রসঙ্গে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মার্তা হার্তাদো বলেছেন, এ ধরনের বোমার ব্যবহার এখনই বন্ধ হওয়া উচিত এবং কোথাও এটি ব্যবহার করা উচিত নয়।

পূর্ববর্তী নিবন্ধনেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে এবার অস্ত্রসহ ৩ পাহাড়ি সন্ত্রাসী গ্রেফতার