ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কে বেসামরিক গাড়িবহরে রুশ হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। খারকিভ অঞ্চলের প্রধান ওলেহ সিনহুবভ জানিয়েছেন, রুশ সীমান্তের কাছে অবস্থিত কুপিয়ানস্কে হামলাটি চালানো হয়। তবে কখন এই হামলা চালানো হয়েছে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে সিনহুবভ বলেন, গোলাবর্ষণ বাঁচতে থেকে যে সব লোকজন পালানোর চেষ্টা করছিলেন তাদের ওপর হামলা চালানো হয়। এটি নিষ্ঠুরতা যার কোনো যৌক্তিকতা নেই। এর আগে গত শুক্রবার ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া অঞ্চলে বেসামরিক গাড়িবহরে হামলায় ৩০ জনের মৃত্যু হয়। এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।
রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ে : এদিকে ক্রেমলিনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনের বিশাল অংশকে নিজেদের ভূখণ্ডভুক্ত করার ঘোষণা দিচ্ছেন, মস্কো তার ‘বিশেষ সামরিক অভিযানে’ বিজয়ী হবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন কিইভ তখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা লিমান শহরকে কয়েক দিক থেকে ঘিরে ফেলার দাবি করেছে।
রাশিয়া এক গণভোটের ফলকে বিবেচনায় নিয়ে যে ৪ অঞ্চলকে নিজেদের সীমানার সঙ্গে যুক্ত করে নেওয়ার ঘোষণা দিয়েছে, তা ইউক্রেনের মোট আয়তনের ১৫ শতাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে আর কখনোই কোনো দেশ এত বড় অংশ নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ চটজলদি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্যপদ পাওয়ার আবেদন জমা দিয়েছে। পুতিন যতক্ষণ প্রেসিডেন্ট থাকবেন, ততক্ষণ রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।












