ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেই মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এতে পুতিনের রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করার সম্ভাবনা বাড়ছে বলেও সতর্ক করেছেন তিনি। বিবিসি জানায়, সোমবার ওয়াশিংটন ডিসিতে ব্যবসায়িক নেতাদের এক সম্মেলনে বাইডেন বলেছেন, তার বিশ্বাস, রাশিয়া নতুন কোনও সাজানো অভিযানের প্রস্তুতি নিচ্ছে। খবর বিডিনিউজের।
তারা এও বলছে যে, ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্র আছে। এ থেকেই পরিষ্কার যে, তিনি দুই অস্ত্রই ব্যবহারের চিন্তা করছেন, বলেন বাইডেন। যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো বরাবরই যুক্তি দেখিয়ে বলে এসেছে যে, রাশিয়া এসব অস্ত্র ব্যবহারের প্রেক্ষাপট তৈরি করার জন্য ইউক্রেন এইসব অস্ত্র তৈরি করছে বলে মিথ্যা দাবি করতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাশিয়াকে সতর্ক করে বলেছিলেন, ইউক্রেইনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করলে মস্কোকে পরিণতি ভোগ করতে হবে।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে চতুর্দিক দিক থেকে হামলা শুরু করলেও পশ্চিমা দেশগুলো বলছে, এই বাহিনী এখনও দ্রুত জয়লাভের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ব্রিটিশ গোয়েন্দারা সোমবার বলেছেন, ইউক্রেইনে উত্তর-পূর্ব দিক থেকে রাজধানী কিইভ অভিমুখে রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অবরুদ্ধ মারিউপোল নগরী দখলের রুশ চেষ্টাও ভালভাবে প্রতিহত করছে ইউক্রেন সেনারা। সোমবার রুশ বাহিনীর কাছে মারিউপোলের আত্মসমর্পণ করার ডাক ইউক্রেন বাহিনী প্রত্যাখ্যান করেছে। পেণ্টাগন বলছে, ইউক্রেন বাহিনী এবং দেশটির জনগণ কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। সেই প্রতিরোধ ভেঙে এগিয়ে যেতে ক্রেমলিনকে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। এতে রাশিয়া হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পেণ্টাগনের মুখপাত্র জন কিরবি।











