ইউক্রেনে পরিস্থিতি আমাদের জন্য চাপের : রুশ কমান্ডার

| বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ১১:৩৭ পূর্বাহ্ণ

ইউক্রেনের বাহিনীগুলোর পাল্টা আক্রমণে তাদের বাহিনীগুলো ‘চাপে আছে’ বলে বিরল এক স্বীকারোক্তি দিয়েছেন রুশ বাহিনীর নতুন কমান্ডার। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ও পূর্বাঞ্চলের চারটি অঞ্চল দুই সপ্তাহ আগে রাশিয়া তার ভূখণ্ডভুক্ত করে নেয়। এই অঞ্চলগুলো পুনরুদ্ধারে আক্রমণ শুরু করেছে কিয়েভের বাহিনীগুলো। খবর বিডিনিউজের।

রাশিয়ার উদ্বেগের আরেকটি লক্ষণ প্রকাশ করে দক্ষিণের কৌশলগত অঞ্চল খেরসনের মস্কোর নিয়োগ করা প্রধান মঙ্গলবার নিপ্রো নদীর তীরবর্তী চারটি শহর থেকে বেসামরিকদের ‘সংগঠিতভাবে, ধীরে ধীরে সরিয়ে নেওয়ার’ ঘোষণা দিয়েছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে ইউক্রেনে রাশিয়ার অভিযানরত বাহিনীর নেতা দেশটির বিমান বাহিনীর জেনারেল সের্জেই সুরোভকিন রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম রোশিয়া টোয়েন্টিফোর নিউজ চ্যানেলকে বলেছেন, বিশেষ সামরিক অভিযান এলাকার পরিস্থিতিকে চাপের বলে বর্ণনা করা যায়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.৮১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপুলিৎজার পুরস্কার নিতে যেতে কাশ্মীরি চিত্রসাংবাদিককে বাধা