যুক্তরাষ্ট্রের মজুদ অনেক কমে গেছে এমন উদ্বেগে ইউক্রেনে কিছু এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অন্যান্য যুদ্ধাস্ত্রের চালান বন্ধ রেখেছে পেন্টাগন; বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন রয়টার্সকে। তারা জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিয়েভকে এসব অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সম্প্রতি সেগুলোর চালানের গতি ধীর করা হয়েছে। এসব সামরিক উপকরণের মধ্যে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সাহায্য করার এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরও আছে। খবর বিডিনিউজের।
গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে আকাশ হামলার তীব্রতা বাড়িয়েছে। বেশ কয়েকবার রাতে একই সময়ে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র যোগে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর তিনি রাশিয়ার প্রতি ওয়াশিংটনের অবস্থান নরম করেছেন। তিনি ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানে খোঁজার চেষ্টা করছেন।