ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে কয়েক মাসের বিপর্যয়ের পর শীর্ষ জেনারেলকে অভিযানের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রতিরক্ষামন্ত্রী সের্জেই শোইগু চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানে নিয়োজিত বাহিনীর সার্বিক কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন।
নিয়োগের মাধ্যমে ইউক্রেন অভিযানের সব দায়দায়িত্ব এখন থেকে জেনারেল গেরাসিমভের ওপর বর্তাল। আর এর মাধ্যমে এতদিন ইউক্রেন অভিযানের দায়িত্বে থাকা জেনারেল সের্জেই সুরোভিকিনের অবনমন ঘটল, যাকে তার নির্মমতার জন্য রুশ গণমাধ্যম জেনারেল আর্মাগেডন নাম দিয়েছে। খবর বিডিনিউজের।এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সামরিক বাহিনীর কমান্ড কাঠামোর মান ও কার্যকারিতা এবং বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগের উন্নতি ঘটাতে দায়িত্বের এই রদবদল করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন পূর্ব ইউক্রেনের খনি শহর সোলেদারে পুরোটা তার বাহিনী দখল করে নিয়েছে এবং তীব্র লড়াইয়ে প্রায় ৫০০ ইউক্রেনীয় সেনা হত্যা করেছে এমন দাবি করার মধ্যেই রাশিয়া ওই নির্দেশ দেয়।