জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ অন্তত ৫৩টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে ২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর ও চারটি স্মৃতিস্তম্ভ রয়েছে বলে জানিয়েছে তারা, খবর বিবিসির। খবর বিডিনিউজের।
ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থাপনার অবস্থান ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ ও খারকিভে, কিন্তু চেরনিহিভের অন্যতম প্রাচীন একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সর্বশেষ তালিকা, কিন্তু এটাই সম্পূর্ণ নয়। কারণ আমাদের বিশেষজ্ঞরা এ ধরনের অনেক প্রতিবেদন যাচাই করে দেখছেন, সংস্থাটির একজন মুখপাত্র এমনটি বলেছেন।
ইউনেস্কো জানিয়েছে, কোন কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তা যাচাই করার জন্য তারা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাওয়া ছবি ও প্রত্যক্ষদর্শীর প্রতিবেদন ব্যবহার করছে।