ইউক্রেনের ৫০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

| শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:৪৪ পূর্বাহ্ণ

রুশ বাহিনী তাদের ভূখন্ড এবং ইউক্রেনের সংযুক্ত অঞ্চলে ৫০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে। খবর বাসসের।

মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ক্রাসনোডার এবং রোস্তভ এবং রাশিয়ার সাথে সংযুক্ত ইউক্রেনের জাপোরিঝিয়াতে ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রাসনোডারে ১৪টি ইউএভি (ড্রোন), জাপোরিঝিয়া অঞ্চলে ২৬টি এবং রোস্তভ অঞ্চলে ১০টি ইউএভি ধ্বংস করেছে।’

রাশিয়া এর আগে জাপোরিঝিয়াকে সংযুক্ত করার দাবি করেছে। তবে রাশিয়া এই অঞ্চলটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় পার্লামেন্ট হাউসের ছাদে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধইরানে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ