ইউক্রেনের ভুট্টা রপ্তানি ৩০ শতাংশ কমার আশঙ্কা

| শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে দেশটি থেকে এ শস্যের রপ্তানি হার কমেছে। আগামী মৌসুমেও দেশটি থেকে শস্য রপ্তানি কমতে পারে বলে মনে করছে ইউক্রেনিয়ান গ্রেইন অ্যাসোসিয়েশন (ইউজিএ)। খবর বাংলানিউজের।

সমপ্রতি এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা তুলে ধরে ইউজিএ। তাদের প্রতিবেদনে বলা হয়, আগামী মৌসুমে ইউক্রেনের ভুট্টা রপ্তানি চলতি মৌসুমের তুলনায় ৩০ শতাংশ কমতে পারে। হয়ত ১ কোটি ৯০ লাখ টনের রপ্তানি হতে পারে। যুদ্ধ লেগে থাকায় চলতি বছর কৃষকরা খুবই কম পরিমাণ ভুট্টা উৎপাদন করেছে। যদি তা হয়, দেশটিতে টানা দ্বিতীয় বছরের মতো ভুট্টা ও অন্যান্য শস্য উৎপাদন কমতে যাচ্ছে। কৃষি খাত বিপর্যস্ত, যদিও এ অবস্থায় শস্যের চেয়ে তেলবীজ উৎপাদনকে প্রাধান্য দিচ্ছেন কৃষকরা, এটিকে লাভজনক বলেও মনে করছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধনিউ ক্যালেডোনিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
পরবর্তী নিবন্ধরাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ