ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চলের ৭ লাখ শিশু এখন রাশিয়ায় : মস্কো

| মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:১২ পূর্বাহ্ণ

ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চলগুলো থেকে প্রায় সাত লাখ শিশুকে রাশিয়ার এলাকাগুলোতে নিয়ে আসা হয়েছে বলে দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষের আন্তর্জাতিক কমিটির প্রধান জানিয়েছেন। রোববার রাতে গ্রেগরি কারাসিন টেলিগ্রামে লিখেছেন, সমপ্রতি বছরগুলোতে ইউক্রেনের বিরোধপূর্ণ এলাকাগুলোর বোমা ও গোলাবর্ষণ থেকে পালিয়ে আসা সাত লাখ শিশু আমাদের কাছে আশ্রয় পেয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করে। খবর বিডিনিউজের।

মস্কো বলেছে, তাদের ইউক্রেন থেকে রাশিয়ার অঞ্চলগুলোতে শিশুদের নিয়ে আসার কর্মসূচীর উদ্দেশ্য বিরোধপূর্ণ অঞ্চলগুলোর এতিম ও পরিত্যক্ত শিশুদের রক্ষা করা। যাইহোক, ইউক্রেন অভিযোগ করে বলেছে, অনেক শিশুকে অবৈধভাবে দেশছাড়া করা হয়েছে আর যুক্তরাষ্ট্রের অভিযোগ, হাজার হাজার শিশুকে তাদের বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অধিকাংশ লোকজন ও শিশুকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম কয়েক মাসের মধ্যেই নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে রুশ বাহিনীর কাছে হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধারের চেষ্টায় ইউক্রেনীয় বাহিনী গত অগাস্টের শেষ দিকে পূর্ব ও দক্ষিণাঞ্চলে বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করার আগে। ২০২২ সালের জুলাইতে এক হিসাবে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়া ২ লাখ ৬০ হাজার শিশুকে জোরপূর্বক ইউক্রেন থেকে সরিয়ে তাদের অঞ্চলগুলোতে নিয়ে গেছে। ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলির একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ হাজার ৪৯২ জন ইউক্রেনীয় শিশুকে অবৈধভাবে নিয়ে যাওয়া হয়েছে বলে এখন বিবেচনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে স্তিমিত হয়ে আসছে দাঙ্গা, সহিংসতা-বিরোধী সমাবেশের ডাক
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত