ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রতিনিধিরা ডিসেম্বরের শুরুর দিকে তার নেতৃত্বাধীন সরকারকে ফেলে দেওয়ার একটি পরিকল্পনা আঁটছে বলে জানতে পেরেছেন তিনি। দেশটির সীমান্তে রাশিয়ার ব্যাপক সৈন্য সমাবেশকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে গত শুক্রবার তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে বিবিসি। জেলেনস্কি বলেছেন, যে অডিও রেকর্ডের ভিত্তিতে তিনি অভ্যুত্থান পরিকল্পনার বিষয়টি জানতে পেরেছেন, সেই রেকর্ডিংগুলোতে ইউক্রেনের সবচেয়ে ধনী ব্যক্তি রিনাত আখমেতভের নামও এসেছে। খবর বিডিনিউজের। আখমেতভ পরে এক বিবৃতিতে প্রেসিডেন্টের বক্তব্যকে ‘নির্জলা মিথ্যা’ অ্যাখ্যা দিয়ে অভ্যুত্থান পরিকল্পনায় তার সম্পৃক্ততার অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই গত শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এদিন বিশ্ববিদ্যালয়ে মালালাকে সমাবর্তনের কালো গাউন ও টুপিতে দেখা যায়। নবপরিণীতা মালালার ডিগ্রি নেওয়ার ওই মুহূর্তটিতে সঙ্গী ছিলেন তাঁর স্বামী আসার মালিক।