ইউক্রেনের পাশে রাশিয়ার কর্মকান্ডে ‘গভীর উদ্বেগ’ ইইউ’র

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১২:১০ অপরাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল রোববার কিয়েভের প্রতি এ ব্লকের ‘অবিচল’ সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এদিকে তিনি ইউক্রেনের পাশে রাশিয়ার সৈন্যের কার্যক্রমের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। খবর বাসসের।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবার সাথে ফোনালাপের পর টুইটারে দেয়া এক বার্তায় বোরেল ইউক্রেনের চারদিকে রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকান্ডের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ওই বার্তায় তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূ-খন্ডগত অখন্ডতার ব্যাপারে ইইউ’র অবিচল সর্মথন ব্যক্ত করেন। বোরেল বলেন, তিনি কিয়েভের শীর্ষ কূটনীতিক এবং এ মাসের শেষের দিকে ইইউ’র সদস্যভূক্ত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ গ্রহণে অনুষ্ঠেয় বৈঠকে বিষয়টি নিয়ে আবারো আলোচনা করবেন।
২০১৪ সালে রাশিয়া দখল করে নেয়া ক্রিমিয়া উপদ্বীপের পাশাপাশি তাদের উত্তর ও পূর্বাঞ্চলীয় সীমান্তে দেশটি এ সপ্তাহে হাজার হাজার সৈন্য জড়ো করায় ইউক্রেন মস্কোকে দায়ী করেছে।
তবে ক্রেমলিন সাম্প্রতিক তাদের সৈন্যদের কার্যক্রমের বিষয়টি নাকচ করে না দিয়ে বরং জোর দিয়ে বলেছে যে মস্কো কোন দেশের জন্য ‘হুমকি সৃষ্টি করছে না।’ এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতারা জানিয়েছেন, তারা ইউক্রেনের পাশে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলে মনে রাখার মত কিছু করতে চান সাকিব
পরবর্তী নিবন্ধচীনের উত্তরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪