ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে, দাবি পুতিনের

| বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, তাদের (ইউক্রেনের) সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। যুদ্ধ সংবাদদাতাদের এক সভায় বক্তৃতাকালে তিনি বলেন, কিয়েভের ক্ষতি একটি ‘বিপর্যয়’ পর্যায়ে পৌঁছেছে। খবর বাংলানিউজের।

তবে বিষয়টি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মঙ্গলবার রাতের একটি ভিডিও ভাষণে তিনি বলেছেন, সৈন্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইউক্রেনীয় সৈন্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি মিটার ইউক্রেনীয় ভূমি রাশিয়ান শত্রুর কাছ থেকে মুক্ত করা হচ্ছে। এর আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডারইনচিফ ভ্যালেরি জালুঝনি টেলিগ্রামে লিখেছিলেন, আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করছি, এগিয়ে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধভারত ও পাকিস্তানের লাখো মানুষকে সরানো হচ্ছে
পরবর্তী নিবন্ধবিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুতের সংখ্যা ১১ কোটি : জাতিসংঘ