ইউক্রেনের পূর্বাঞ্চলে নভোরোদিভকা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। তাছাড়া, শহরটির অদূরে পোকরোভস্ক নগরীর দিকে রুশ বাহিনীর অগ্রসর হওয়ার কথাও জানিয়েছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী পোকরোভস্ক নগরী থেকে ১২ কিলোমিটার দূরের নভোরোদিভকা শহর দখল করেছে। খবর বিডিনিউজের।
শহরটি ইউক্রেনীয় সেনাদের জন্য ওই এলাকায় গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক পরিবহণ কেন্দ্র। যুদ্ধের আগে সেখানকার জনসংখ্যা ছিল ১৪,০০০। ইউক্রেন বংশদ্ভুত প্রভাবশালী রুশপন্থি সামরিক ব্লগার ইউরি পোদোলিয়াকা একটি মানচিত্র প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, রুশ বাহিনী পোকরোভস্ক থেকে ৭ কিলোমিটারেরও কম দূরত্বে অন্তত দুটি স্থানে হামলা চালাচ্ছে। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ রোববার সন্ধ্যায় এক প্রতিবেদনে নভোরোদিভকা–সহ পোকরোভস্ক সেক্টরে লড়াইয়ের বিস্তারিত তুলে ধরেছেন। তিনি রাশিয়ার অগ্রগতির ২৯ টি চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন। তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র–পরিচালিত রেডিও লিবার্টি ইউক্রেইনের এক কর্মকর্তার নেওয়া সাক্ষাৎকারে প্রচার করে। তাতে ওই কর্মকর্তা জানিয়েছিলেন, ইউক্রেনীয় বাহিনী নভোরোদিভকা ছেড়ে চলে গেছে। কারণ সেখানে তাদের অবস্থান নিজেদের সুরক্ষিত রাখার অনুকূলে ছিল না।