ইউক্রেনের পোল্টাভা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। হামলায় আহত হয়েছে আরও ১৮০ জন। প্রাথমিক খবরে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার খবর পাওয়া গেছে বলে জানান জেলেনস্কি। খবর বিডিনিউজের।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, মানুষজন বোমা শেল্টারে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই হামলা হয়। পোল্টাভায় ক্ষেপণাস্ত্র হামলায় এত সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটা ইউক্রেনের জন্য স্পষ্টতই খুবই কালো একটি দিন। ফ্রন্টলাইন থেকে দূরে পূর্ব–মধ্য ইউক্রেন অঞ্চলে পোল্টাভায় প্রধান শহর হিসাবে রাশিয়ার হামলার নিশানা হয়েছে।
বিবিসি জানায়, হামলায় সম্ভবত ইস্কান্দর–এম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার। ইউক্রেনের সেনাবাহিনী সোমবার রাতে ক্রিমিয়া থেকে ইস্কান্দর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায়।