ইউক্রেনের চেরনিহিভ শহরের একটি থিয়েটারে শনিবার সকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বছরের এক শিশুসহ সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, আহত ১৪৪ জনের মধ্যে ১৫ জনই শিশু। এরমধ্যে অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিবিসি জানায়, হামলার শিকার হওয়াদের মধ্যে অনেকেই গির্জায় অর্থোডক্স খ্রিস্টান ছুটির দিন উদযাপন করছিলেন। হামলায় একটি প্রধান চত্বরসহ একটি বিশ্ববিদ্যালয় ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিডিনিউজের।
জাতিসংঘ হামলাকে জঘন্য বলে নিন্দা জানিয়েছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশের সেনাদের দিয়ে সন্ত্রাসী হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। চেরনিহিভ বেলারুশের সঙ্গেকার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে প্রথম কয়েক মাসের মধ্যে শহরটি রাশিয়ার সেনারা অবরোধ করে ফেলে। রুশ ক্ষেপণাস্ত্র শহরের থিয়েটারে সরাসরি আঘাত হেনেছে। এতে আশেপাশের ভবনগুলোর ছাদ থেকে টাইলস উড়ে ছিটকে পড়ে। ১০০ মিটার দূরে একটি ভবনে আগুনও ধরে যায়।