ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা সংবেদনহীন : জাতিসংঘ

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

তীব্র শীতে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে রাশিয়ার হামলাকে ‘সংবেদনহীন’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান মার্টিন গ্র্রিফিথ। তিনি বলেছেন, ইউক্রেনের জরুরি সেবা সরবরাহ করা অবকাঠামোগুলোর ওপর মস্কোর সাম্প্রতিক আক্রমণে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে।

লাখ লাখ মানুষ তাপ, বিদ্যুৎ ও পানির সংকটে রয়েছে। সৃষ্ট মানবিক সংকট যুদ্ধে আরেকটি ‘বিপজ্জনক মাত্রা’ যোগ করেছে। খবর বাংলানিউজের।

জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলকে গ্রিফিথ জানিয়েছেন, ইউক্রেনে এক কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে সাত লাখ ৮০ হাজার মানুষ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামিন আবেদনের তদবিরকারীকে হাইকোর্টে তলব
পরবর্তী নিবন্ধনানিয়ারচরে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যার অভিযোগ