ইউক্রেনের জন্য মিত্রদের নতুন পরিকল্পনা

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৬:৫৮ পূর্বাহ্ণ

ইউক্রেনের জন্য একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করতে যাচ্ছে বিশ্বের সাত বৃহৎ অর্থনীতির দেশকে নিয়ে গঠিত জি৭ জোট। গতকাল ন্যাটো সম্মেলনে জোটের সদস্যরা এই প্রত্যাশার কথা জানান। শিগগিরই এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে। খবর বাংলানিউজের।

দীর্ঘমেয়াদী এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য আদানপ্রদান।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, চুক্তিটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি ‘শক্তিশালী সংকেত’ পাঠাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোতে যোগদানের জন্য সময়সীমা নির্ধারণ করতে বলার পরই এ ঘোষণাটি এল। সুনাক বলেছেন, কিয়েভের মিত্ররা দীর্ঘমেয়াদে ইউক্রেনকে রক্ষা করার আনুষ্ঠানিক ব্যবস্থা নিচ্ছে।

সুনাক বলেছেন, জি৭ অংশীদার কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাষ্ট্রের এই চুক্তিতে যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা পালন করেছে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিশাল জয়
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.৪১ কোটি টাকা