ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা, নিহত ১১

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

ইউক্রেনজুড়ে রাতভর রাশিয়ার তীব্র হামলায় অন্তত ১১ জন নিহত ও দেশটির বহু অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। গতকাল শনিবার সকালে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে রাতে রাশিয়া স্থল, আকাশ ও সাগর থেকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের বাহিনী ৫০৩টি আকাশ হামলা শনাক্ত করেছে, এর মধ্যে ৪৫টি ক্ষেপণাস্ত্র ও ৪৫৮টি ড্রোন ছিল। খবর বিডিনিউজের।

তারা জানায়, মাত্র ৯টা ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হলেও বাকিগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে আঘাত হেনেছে। তবে ড্রোনগুলোর মধ্যে ৪০৬টিকে প্রতিরোধ করা হয়েছে। রাশিয়ার হামলাগুলো অধিকাংশ ক্ষেত্রেই গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। এতে হামলার পর বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে, জানিয়েছে আল জাজিরা। জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, রাতে বেশ কয়েকটি জেলায় রাশিয়ার হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। অন্যান্য লক্ষ্যস্থলের মধ্যে একটি আবাসিক ভবনেও আঘাত হানা হয়েছে। দোনেৎস্কর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলের দুই জেলায় আরও দুইজন নিহত হয়েছেন। খেরসনের গভর্নর ওলেকসান্দ্র প্রকুদিন জানিয়েছেন, বেশ কয়েকটি বহুতল ভবন, ব্যক্তিগত বাড়ি ও গাড়িতে আঘাত লেগেছে; এতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ও আরও ১০ জন আহত হয়েছেন।

কিইভ অঞ্চলের গভর্নর মিকোলা কালাশনিক জানিয়েছেন, ভিসহোরদ জেলায় জ্বালানি অবকাঠামো ও বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এতে একজন নারী আহত হয়েছেন। নিপ্রোর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার হামলায় এখানে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনজন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। পোলতাভা অঞ্চলের গভর্নর ভলোদিমির কোহুত জানিয়েছেন, তার এলাকায় ‘বিশাল’ একটি হামলা চালানো হয়েছে, এতে একজন আহত হলেও বিশাল এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এসব হামলার পর রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি। শীত আসার আগেই ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার সম্পদ জব্দ করার তাগিদ দিয়েছেন তিনি। রাশিয়ার হামলা দেখিয়েছে চাপ আরও শক্তিশালী করতে হবে, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধতারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ