মার্কিন তারকা টেইলর ফ্রিটজকে হতাশ করে ইউএস ওপেনের শিরোপা জয় করেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইতালির ইয়ানিস সিনার। ক্যারিয়ারে এটি সিনারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারে প্রথম কোন স্ল্যাম জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন সিনার। নিউ ইয়র্কের আর্থার এ্যাশে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৬–৩, ৬–৪, ৭–৫ গেমে সরাসরি সেটে ফ্রিটজকে পরাজিত করে প্রথম কোন ইতালিয়ান হিসেবে ইউএস ওপেনের শিরোপা জয় করেন সিনার। দুই ঘন্টা ১৬ মিনিটের এই লড়াইয়ে সিনারকে কখনই পিছনে ফিরে তাকাতে হয়নি। ২৩ বছর বয়সী সিনার এবারের মৌসুমে এনিয়ে ৫৫তম ম্যাচ ও ষষ্ঠ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করলেন।
বিশ্বের ১২ নম্বর খেলোয়াড় ফ্রিটজ ২০০৩ সালে এন্ডি রডিকের পর প্রথম আমেরিকান হিসেবে নিউ ইয়র্কে বড় কোন শিরোপা জয়ের পথে ছিলেন। ২৩ হাজার শক্তিশালী সমর্থকের অকুন্ঠ সমর্থন সত্ত্বেও শেষ পর্যন্ত ২৬ বছর বয়সী ফ্রিটজ পেরে উঠেননি।