ইউএস ওপেনের শিরোপা আলকারাসের

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ২:১৩ অপরাহ্ণ

দ্বিতীয়বারের মতো ইউ এস ওপেনের শিরোপা জিতেছে স্পেনের কার্লোস আলকারাস। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তিনি ৬, , , ৪ গেমে ইটালির ইয়ানিক সিনারকে পরাজিত করেন। এই জয়ে মধুর প্রতিশোধও নেয়া হলো আলকারাসের। কয়েক মাস আগেই উইম্বলডনের ফাইনালে একই প্রতিপক্ষ সিনারের কাছে হেরেছিলেন তিনি। এবার শুধু শিরোপাই নয়, ফিরিয়ে নিলেন র‌্যাংকিংয়ের এক নম্বর আসনও। ফাইনালের শুরুতেই গ্যালারিতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিতে নিরাপত্তা ছিল কড়াকড়ি, দর্শকদের অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। খেলা খানিক দেরিতে শুরু হলেও কোর্টে গতি আনেন আলকারাস। প্রথম সার্ভ করেও প্রথম গেম হারেন সিনার, প্রথম সেট সহজেই জিতে নেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও এরপর আর কোনো সুযোগ পাননি ইতালিয়ান খেলোয়াড়।

জয়ের পর খেয়ালি উদযাপনে মাতেন আলকারাস। র‌্যাকেট হাতে গলফ সুইংয়ের ভঙ্গি করে আনন্দ ছড়িয়ে দেন দর্শকদের মাঝে। তবে প্রতিদ্বন্দ্বী সিনারের প্রশংসা করতে ভোলেননি, কোচিং স্টাফদের প্রতিও জানান কৃতজ্ঞতা।

পূর্ববর্তী নিবন্ধভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়ার বাংলাদেশের মুকুল
পরবর্তী নিবন্ধঅজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের বেল্ট প্রদান অনুষ্ঠান