‘শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএসটি মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রামের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে ইউএসটিসি হাসপাতাল ক্যাম্পাসে এই মতবিনিময় সভায় সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা উপস্থাপন করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাদেরকে একত্রিত করেই একটি স্বচ্ছ, নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা।
এসময় ছাত্রদল নেতারা শিক্ষার্থীদের ক্যাম্পাসে দুর্নীতি, হয়রানি এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা মনে করেন, তরুণদের মাধ্যমে একটি শক্তিশালী গণজাগরণ তৈরি করাই হবে নিরাপদ ও উন্নত বাংলাদেশের ভিত্তি। প্রেস বিজ্ঞপ্তি।