ইউএসটিসির গবেষণা সেল (ইউআরসি) কর্তৃক ৭ নভেম্বর ‘পদ্ধতিগত এবং বিবলিওমেট্রিক সাহিত্য পর্যালোচনা লেখার কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শেমুল শেখ। গবেষণা সেলের পরিচালক ড. মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন প্রো–ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইইই বিভাগের প্রভাষক সরোয়ার মোর্শেদ শাওন । মো. শেমুল শেখ তার উপস্থাপনায় একাডেমিক গবেষণায় পদ্ধতিগত এবং বায়োমেট্রিক সাহিত্য পর্যালোচনার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি কিভাবে বড় আকারের গবেষণা ডেটা বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা যায় তা নিয়ে আলোচনা করেন, যা গবেষকদের উচ্চমানের গবেষণা নিবন্ধে অবদান রাখতে সহায়ক। তার উপস্থাপনায় গবেষণার সুনির্দিষ্টতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে কার্যকরী পর্যালোচনা প্রণয়নের কৌশলগুলোর উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। কর্মশালাটি শিক্ষকদের গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যাতে তারা দেশীয় এবং আন্তর্জাতিক গবেষণার মানোন্নয়নে আরো কার্যকরভাবে অবদান রাখতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি।