চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের চ্যারিটি ফাউন্ডেশন ইউনাইটেড প্রগ্রেস ফাউন্ডেশনের ২০২৪–২৫ সালের ৪৫ জনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী ইসরাফিল কাদেরকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন–সহ সভাপতি আব্দুল্লাহ মারুফ, সহ–সাধারণ সম্পাদক আরমান উল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক আফরোজ আনোয়ার, সহ–সাংগঠনিক সম্পাদক নাঈমা সুলতানা, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ সাজিদুর রহমান, আইটি বিষয়ক সম্পাদক সুমাইয়া সারাফি, প্রচার সম্পাদক হুমাইরা রুহি, সহকারী প্রচার সম্পাদক সারমিন জাহান তারিন, দপ্তর সম্পাদক এস এ সাদিদ, অন্যান্য পদে রামিজা তাসনিম, ফয়জুন কণা, হুমাইরা আক্তার, মোহাম্মদ আয়ইুব, মোহাম্মদ মেহেরাব।
এছাড়া সাধারণ সদস্য পদে আছেন জাবির, ঐশি, তানজিদ, শেরিন, তানাম, ইসরাত, মিনহাজ, রাকিব, পায়রা, তাবাস্সুম, সাম্মাম, অর্পা, সাম্মি, সিলভী, সেন্সি, আখি, আতিয়া, নওশিন, সাদমান, আদনান, সায়মা, মুনতাহা, তুশা এরিন, ফিজা, মউশি, নিজাম, তার্ফি, তমা। সংগঠনের সদস্যরা সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনের দুই প্রধান উপদেষ্টা ডক্টর মনিরুল ইসলাম ও গাজী ওয়াফা আকবর এ কমিটি অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।