ইউএসটিসি এফবিইএস অ্যালামনাই ফ্যামিলি নাইট

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

ইউএসটিসির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এনট্রাপ্রেনিউরিয়াল সায়েন্সেস অ্যালামনাইদের উদ্যোগে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হলো মহামিলন উৎসব ফ্যামিলি নাইট। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। উপস্থিত ছিলেন ইউআরসি ইউএসটিসির রিসার্চ সেলের পরিচালক ড. মোহাম্মদ সহাবুদ্দিন, অধ্যাপক ফাহমিদা আহমেদ, অধ্যাপক চন্দ্রা দাস, অধ্যাপক লুৎফুন নাহার ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন অ্যালামনাই আমিনা আক্তার শাপলা। আনন্দ, সংগীত, স্মৃতিচারণসহ জমকালো আয়োজনের পাশাপাশি অতিথিদের জন্য ছিল খাবারের উপস্থিত ছিলেন অ্যালামনাই মিজানুর রহমান প্রিন্স, সাদেক এহতেশাম চৌধুরী কাসফি, রবি শংকর ভট্টাচার্য, সুপ্তা এবং অন্যান্য অ্যালামনাই সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেক কেটে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’র প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ১৩-১৬ ফেব্রুয়ারি