ইউএসটিসির ১৯৪তম সিন্ডিকেট সভা

| বৃহস্পতিবার , ৪ জুলাই, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এর ১৯৪তম সিন্ডিকেট সভা উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে গত ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন সরকার কর্তৃক মনোনীত সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কলেজ২ অধিশাখা), . মোর্শেদা আকতার, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন এডভাইজার ড. মোহাম্মদ মাহামুদুল হক, ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্সের প্রফেসর ড. সফিউল হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড, আব্দুল্লাহ আল ফারুখী।

উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. এ এম এ এম জোনায়েদ সিদ্দিকী। সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী, গত ২৫ মে ও ২২ জুন অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী এবং শিক্ষক, কর্মকর্তাকর্মচারীর নিয়োগ অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল আজকাল
পরবর্তী নিবন্ধ‘আহমদ ছফার সাহিত্য ভাবনা ও রাষ্ট্রচিন্তা’ নিয়ে আলোচনা