ইউএসটিসির সমাবর্তন আজ

থাকছে দেশি-বিদেশি স্নাতক ডিগ্রিধারীরা

| বুধবার , ৩ মে, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক প্রয়াত (ডা.) নুরুল ইসলাম প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ৫ম সমাবর্তন অনুষ্ঠান আজ ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। জানা যায়, প্রায় ৮,৯৭৫ জনেরও অধিক দেশীবিদেশী (বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভারত, ভুটান, মালদ্বীপ, সৌদিুআরব, সংযুক্ত আরবুআমিরাত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অনেক দেশ থেকে আগত) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী উত্তীর্ণবর্গ ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবে। এরই মধ্য থেকে প্রায় ৮৪ জন শিক্ষার্থীকে ৪ ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হবে। চার ক্যাটাগরি হলোচ্যান্সেলর গোল্ড মেডেল এওয়ার্ড, ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল এওয়ার্ড, জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম গোল্ড মেডেল এওয়ার্ড এবং ডীন’স মেডেল এওয়ার্ড। সমাবর্তন বক্তা হিসেবে মালেশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি’র প্রেসিডেন্ট প্রফেসর দাতো ড. মাযলিহাম মোহাম্মদ সু’উদ উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অপহৃত দুই ব্যক্তি উদ্ধার
পরবর্তী নিবন্ধশিল্পপতি সিরাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত