ইউএসটিসির ব্যবসায় প্রশাসন অনুষদের আর্ন্তজাতিক সেমিনার

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

ইউএসটিসির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে গত ৪ ফেব্রুয়ারি ‘Convergence of green and Islamic Finance Practices in Malaysia: Lessons for Bangladesh শীর্ষক আর্ন্তজাতিক সেমিনার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের সকল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। ৩ টি সেশনে বিভক্ত সেমিনারের প্রথম সেশন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড. মো. আকতার উদ্দীনের সভাপতিত্বে শুরু হয় । উক্ত সেশনে কীনোট স্পীকার হিসেবে প্রফেসর ড. ফওজিলা বিনতে সালেহ। আলোচক ছিলেন লতিফ উদ্দীন চৌধুরী, ফাহমিদা আহমেদ। সেমিনারের দ্বিতীয় সেশন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে কীনোট স্পীকার হিসেবে ড. মো. ফারুক আবদুল্লাহ। আলোচক ছিলেন ব্যাংকার মোহাম্মদ রোশাঙ্গীর, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান চন্দ্রা দাশ। তৃতীয় সেশন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । উক্ত সেশনে কীনোট স্পীকার ছিলেন ড. মো. মাহমুদুল হক। আলোচক ছিলেন অধ্যাপক রূপম চৌধুরী ও অধ্যাপক ড. শাহানারা বাশার। উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, উপউপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, প্রক্টর মো. আব্দুল মোতালেব ভুইঁয়া, ডেপুটি লাইব্রেরিয়ান মো. সাঈফুউদ্দীন মোল্লা। সঞ্চালক ছিলেন প্রভাষক সৈয়দা জেবিন সানি। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধজাতির পিতার সমাধিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধব্যবসা-বাণিজ্য বাড়াতে মুসলিম দেশগুলো একটি অভিন্ন মুদ্রা চালু করতে পারে : প্রধানমন্ত্রী