ইউএসটিসির বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীদের হ্যান্ডস অন পিসিআর

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের হ্যান্ডস অন পিসিআর সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর হতে ২১ নভেম্বর পর্যন্ত ইউএসটিসির বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের মোট ৬০ শিক্ষার্থী ৩ টি গ্রুপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির ল্যাবে এই হ্যান্ডস অন চঈজ ট্রেনিং সম্পন্ন করে। পিসিআর ট্রেনিংয়ের তত্ত্বাবধানে ছিলেন চবির বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসাইন। এ সময় ইউএসটিসির বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সায়মুল করিম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আরএনএ আইসোলেশন, সিডিএনএ সিনথেসিস, জেল ইলোক্ট্রোপোরেসিস এবং টোটাল পিসিআর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি। এ সময় শিক্ষার্থীরা আরো বলেন, এ ধরনের ট্রেনিং আমাদের দক্ষতা উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। প্রশিক্ষণের তত্ত্বাবধানে থাকা ড. মোশারফ বলেনএ ধরনের ট্রেনিংগুলো শিক্ষার্থীদের গবেষণা ও গবেষণা ভিত্তিক কাজে আগ্রহী করে তুলে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী প্রফেসর ও বিবিটেক সাইন্স ক্লাবের এডভাইসর ড. মো: মনিরুল ইসলাম বলেনপলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) প্রযুক্তি বর্তমানে জীববিজ্ঞান গবেষণায় অতি গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। শিক্ষার্থীদের জিন বিশ্লেষণ ও ডিএনএ অ্যাম্পলিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান করতে এই প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যায় ও ইনসাফের আদর্শ ধারণ করতে হবে
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান চবি উপাচার্যের