ইউএসটিসির ফার্মেসি বিভাগের উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকে বিভাগের সেমিনার হলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়। ইউএসটিসির ফার্মা সাইন্স ক্লাব (ইউপিএসসি) অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে শিক্ষার্থীদের এক র্যালি বিভিন্ন স্লোগানের মাধ্যমে ফার্মাসিস্টদের গুরুত্ব ও অধিকার তুলে ধরে। র্যালির পর সেমিনার রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, প্রফেসর ড. নুরুল আবসার, প্রফেসর ড. হাসান কাওসার, প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ড. অনিন্দ্য কুমার নাথ, ড. মাইকেল দত্ত। অনুষ্ঠানে ইউপিএসসি আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের এবং সদ্য শেষ হওয়া চাটগাইয়া আইডিয়া কন্টেস্ট এ প্রথম স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।