ইউএসটিসির জানুয়ারি সেশনের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর জানুয়ারি২০২৫ সেশনের ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেস, ফ্যাকাল্টি অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড এন্ট্রিপ্রিনিউরিয়াল সায়েন্সেস এবং ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্সেস এন্ড হিউম্যানিটিস এ ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টশন প্রোগ্রাম গত ১৮ ফেব্রুয়ারি উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ আব্দুল মতিন ভুইঁয়া, বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাবেক উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী ও ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্স হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. বদিউল আলম, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. সবুক্তগীন এবং অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব মেডিসিন এর ডীন ও ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্সস এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. রমা বড়ুয়া। প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া । বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার কাউন্সিলের উপদেষ্টা ড. মাইকেল দত্ত, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান তাহমিনা খাতুন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. শাহাদাত হোসাইন, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ফাহমিদা আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান চন্দ্রা দাশ,পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. প্রণয় কুমার মজুমদার, প্রক্টর মো. আব্দুল মোতালেব ভুইঁয়া, ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. খালেদ বিন চৌধুরী, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ডীন ড. হেদায়েত উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপউপাচার্য প্রফেসর এম মহিউদ্দীন চৌধুরী এবং সেন্ট্রাল এডিমশন কমিটির চেয়ারম্যান ও আইকিইএসির পরিচালক ড. অনিন্দ্য কুমার নাথ।

প্রধান অতিথি বলেন, ইউএসটিসি চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় যার স্বপ্নদ্রষ্টা জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে যুগোপযোগী উচ্চ শিক্ষা গ্রহণের কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ মঞ্জুরী কমিশনের মানদন্ডে স্থায়ী সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় যেখানে যুগোপযোগী কারিকুলাম অনুসরণ করে শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত পরিবেশে মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রদান করছে এবং দক্ষ মানবসম্পদ তৈরী করে দেশের অগ্রযাত্রায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে সুশিক্ষিত হওয়ার পাশাপশি স্মার্ট নাগরিক হিসেবেও নিজেদেরকে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ যাত্রীদের জন্য শাহ আমানতে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্স সেবা চালু
পরবর্তী নিবন্ধদক্ষিণ রাউজান বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল