ইউএসটিসির এডমিশন ফেয়ারের উদ্বোধন

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ে (ইউএসটিসি) এডমিশন ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান উক্ত এডমিশন ফেয়ারের উদ্বোধন করেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত নিজস্ব ক্যাম্পাস ডিব্লকে এই মেলা চলমান থাকবে এবং উক্ত এডমিশন ফেয়ার চলাকালীন সময়ে জানুয়ারি ২০২৬ সেশনে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের স্পট এডমিশনে ভর্তি ফির উপর বিশেষ ছাড় প্রদান করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নুরুল আবছার, সেন্ট্রাল এডিমশন কমিটির চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, সকল অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাগণ।এসময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইউএসটিসিতে ভর্তি হওয়ার আহবান জানিয়ে বলেনইউএসটিসি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্ববিদ্যালয় যা শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসি এর মানদন্ডে স্থায়ী সনদ প্রাপ্ত। এখানে ইউজিসি অনুমোদিত অনার্স ও মার্স্টাস প্রোগ্রামসমূহে দেশীবিদেশী খ্যাতনামা শিক্ষমন্ডলী দ্বারা শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদান করা হচ্ছে যা তাদের উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য আসর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বসবাসরত ফেনী জেলার নির্বাচনী মতবিনিময়