ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)’র একাডেমিক কাউন্সিলের ২০২২ সালের ৯ম সভা গত ২৪ ডিসেম্বর উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইউএসটিসি’র ডি ব্লকস্থ কনফারেন্স রুমে হাইব্রিড মোডে অনুষ্ঠিত হয়। সভায় ইউএসটিসি’র একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নিদিষ্ট আলোচ্যসূচির উপর সদস্যগণ আলোচনায় অংশ নেন এবং বিগত সভার কার্যবিবরণী অনুমোদন প্রদান করেন। বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়ের মধ্যে ইউএসটিসি’র বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুমোদন প্রদান করেন এবং আসন্ন ৫ম সমাবর্তন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












