ইউএসটিসির একাডেমিক কাউন্সিলের ১১তম সভা

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)’র একাডেমিক কাউন্সিলের ১১তম সভা গতকাল সোমবার উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নির্দিষ্ট আলোচ্যসূিচর ওপর সদস্যগণ আলোচনায় অংশ নেন এবং বিগত সভার কার্যবিবরণী অনুমোদন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুমোদন, একাডেমিক ক্যালেন্ডার এবং বিভিন্ন পরীক্ষার কমিটির অনুমোদন বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৌ স্কাউটসের পারদর্শিতা ব্যাজ কোর্স সম্পন্ন
পরবর্তী নিবন্ধশিক্ষাক্ষেত্রে নবজাগরণ সৃষ্টিতে জনসচেতনতার প্রসার ঘটাতে হবে