বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র একাডেমিক কাউন্সিল ২০২১ সালের ৭ম সভা গত ২৫ জুলাই ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। সভায় নির্দিষ্ট আলোচ্যসূচির ওপর সদস্যগণ আলোচনায় অংশ নেন। এতে বিগত সভার কার্যবিবরণী অনুমোদন দেয়া হয়।
২০২১ সালের জুলাই সেশনে এমবিএ, এমবিএ (এক্সিকিউটিভ) এবং এমবিএম ভর্তি পরীক্ষার ফলাফলসহ ইউএসটিসির বিভিন্ন বিষয়ে প্রকাশিত পরীক্ষার ফলাফল উক্ত সভায় অনুমোদন দেয়া হয়। আইইউবি হতে ইউএসটিসিতে ছাত্রছাত্রীদের ক্রেডিট ট্রান্সফারের বিষয়টি একাডেমিক কাউন্সিল সভায় আলোচিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।