ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগং (ইউএসটিসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ৩৩তম ও ৩৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, রেজিস্ট্রার ইন চার্জ দিলীপ কুমার বড়ুয়া, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউমিনিটিস অনুষদের ডীন প্রফেসর ড. গুরুপদ চক্রবর্তী, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর খালেদ বিন চৌধুরী, আইকিউএসি ডাইরেক্টর ড. অনিন্দ্য কুমার নাথ এবং প্রক্টর আব্দুল মোতালেব ভুঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।
সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউমিনিটিস অনুষদের ডীন প্রফেসর ড. গুরুপদ চক্রবর্তী বলেন, আজ তোমরা এক নতুন জীবনের সূচনা করতে যাচ্ছ যার জন্য তোমাদেরকে এতদিন ধরে তৈরি করা হয়েছে। সবসময় মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজের উন্নতি করার চেষ্টা করবে। এছাড়া ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, প্রফেসর খালেদ বিন চৌধুরী তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে উন্নতি করতে হলে জীবনে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। পরিশেষে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।