ইউএসটিসিতে গতকাল শনিবার রিসার্চ গ্রান্টস অ্যাওয়ার্ড সিরেমনি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ডা. এ এম এম এহতেশামুল হক, অধ্যক্ষ, আইএএইচএস। ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে চার জন ফ্যাকল্টি মেম্বারদের মধ্যে গবেষণা তহবিল প্রদান করেন। তিনি ইউএসটিসির গবেষণা কাজের ভূয়সী প্রশংসা করেন এবং গবেষণাখাতে সর্বাত্নক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সমাপনী বক্তব্যে ইউএসটিসির প্রো-ভিসি এবং ইউনির্ভাসিটি রির্চাস সেলের পরিচালক প্রফেসর ড. নুরল আবছার গবেষণাখাতে ভবিষ্যতে আরো আর্থিক তহবিল বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।