ইউএসটিসি ও ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেল্থ সায়েন্সে (আইএএইচএস) মালদ্বীপের হাই কমিশনার শিরুজিমাত সামির এবং সিকো ফাউন্ডেশন বাংলাদেশের এক্সকিউটিভ চেয়ারম্যান সালাউদ্দিন কাসেম খান গতকাল শুক্রবার সৌজন্য সফর করেন। এ সময় ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং গভর্নিং বডির সদস্য ডা. শেখ মাহসিদ নুর সহ ইউএসটিসি ও আইএএইচএস- এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং কর্মকর্তাগণ ফুল দিয়ে হাই কমিশনারসহ অতিথিদের বরণ করে নেন। ইউএসটিসি ও আইএএইচএসের কনফারেন্স হলে ইউএসটিসি উপাচার্য প্রফেসর ড. মো জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আইএএইচএসের পরিচালনা পর্ষদের সদস্য ডা. শেখ মাহসিদ নুর, উপ-উপাচার্য, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও আইএএইচএসের অধ্যক্ষ ও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিবিএমএইচের পরিচালক, আনোয়ারা নুর নার্সিং ইনস্টিটিউট ও কলেজের অধ্যক্ষ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হাই কমিশনার শিরুজিমাত সামির মালদ্বীপের সাথে বাংলাদেশের দীর্ঘ এবং কার্যকরী সম্পর্কের কথা উল্লেখ করেন। সভায় মালদ্বীপের শিরুজিমাত সামির ইউএসটিসির উচ্চশিক্ষা এবং আইএএইচএসের চিকিৎসাশিক্ষা ও বিবিএমএইচএসের স্বাস্থ্যসেবার ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে মালদ্বীপের শিক্ষার্থীদের আইএএইচএসে চিকিৎসা শিক্ষা নেয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। সালাউদ্দিন কাসেম খান ভবিষ্যতে ইউএসটিসির বিজ্ঞানভিত্তিক জ্ঞান প্রসারে মালদ্বীপের যৌথ কার্যক্রমের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। ডা. শেখ মাহসিদ নুর ইউএসটিসি প্রতিষ্ঠায় জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের অবদান তুলে ধরেন। শিক্ষা কার্যক্রমে ইউএসটিসি এবং মালদ্বীপের দীর্ঘ এবং কার্যকরী ভূমিকার প্রশংসা করেন। উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এই অঞ্চলে বিজ্ঞানভিত্তিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা এবং সাফল্যের কথা তুলে ধরেন। এ সময় অন্যদের মধ্যে গভর্নিং বডির সদস্য ডা. শেখ মাহসিদ নুর ও সিজিএসর প্রতিষ্ঠাতা ফারহাত কাসেম খাঁন, আইএএইচএসের অধ্যক্ষ ডা. আ ম ম এহতেশামুল হক, ইউএসটিসির উপ উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, পরিচালক ডা. কামরুল হাসান, রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন, আইএএইচএসের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা রুমা আল ম। প্রেস বিজ্ঞপ্তি।