ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এবং চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) যৌথ উদ্যোগে একটি ব্রেইন-স্টর্মিং সেশন ‘GREEN GROWTH : Lessons for Bangladesh from other Countries’ বিষয়ের উপর ইউএসটিসির ফার্মেসি বিভাগের কনফারেন্স হলে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত ব্রেইন স্টর্মিং সেশনে প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞ ইউন জু অ্যালিসন ই।
উক্ত সেশনে সভাপতিত্ব করেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এই ব্রেইন স্টর্মিং আলোচনায় আরও অংশ গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (ডেব) মিজানুর রহমান, প্রফেসর ড. সুদ্বীপ কে পাল, চুয়েট, ড. ইঞ্জি. রাশেদ এ চৌধুরী, দৈনিক প্রথম আলোর সিনিয়র সাব এডিটর আহমদ মুনির, বাংলাদেশ রেলওয়ে (পূর্ব)-এর চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন, নিপুন একাডেমির সভাপতি মো. নুরুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স-এর প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ এবং ড. মুসলেউদ্দিন খালিদসহ প্রমুখ।
ব্রেইন স্টর্মিং-এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী, ইউএসটিসি’র উপ উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, আইএএইচএস-এর অধ্যক্ষ প্রফেসর (ডা.) এ এম এম এহতেশামুলক হক, ড. সৈয়দ আলী ফজল, দিলীপ কুমার বড়ুয়া, ইঞ্জি. কাজী নুর-ই-আলম সিদ্দিকী, ইঞ্জি. মোহাম্মদ শাহাদাত হোসাইনসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। প্রেস বিজ্ঞপ্তি।