ইউএসটিসিতে বিবিএ জুলাই সেশনের ওরিয়েন্টেশন

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) এফবিইএসে গত ১ জুলাই বিবিএ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোলায়মান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর চন্দ্রা দাস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফাহমিদা আহমেদ, ইউআরসিএর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সাহাবুদ্দিন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আইকিউএসিএর পরিচালকসহ এফবিইএসএর শিক্ষকবৃন্দ ও নবাগত বিবিএ শিক্ষার্থীরা।

অতিথিগণ নতুন শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুন্দর জীবনের দিকনির্দেশনা প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এরপর ফ্যাকাল্টি পরিচিতি, কোকারিকুলার, এঙট্রাকারিকুলার কার্যক্রমসহ বিভাগের সার্বিক কর্মকাণ্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেকচারার ফেরদৌসী বেগম। সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. শাহানারা বাশার এবং প্রভাষক সাঈদা জাবীন। শেষে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযমজ শিশুর খরচ নিয়ে কলহের জেরে তাদের পানিতে ফেলে দেন মা
পরবর্তী নিবন্ধসিআইইউর সাথে ইউএনজিসিএনবির সমঝোতা স্মারক স্বাক্ষর