ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি চিটাগাংয়ের (ইউএসটিসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিজনেস ক্লাব অফ ইউএসটিসির সহযোগিতায় দুই দিনব্যাপী বিজনেস কার্নিভাল শেষ হয়েছে। এ উপলক্ষে ব্যবসায় প্রসাশন, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি, সিএসই, ইইই, ডেল এই সকল বিভাগের নতুন ক্যাম্পাসে বিভিন্ন পণ্য প্রদর্শণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আলমগীর সবুজ। সেশন স্পিকার ছিলেন ফাউন্ডার তিলোত্তমা ফাউন্ডেশনের প্রধান শাহেলা আবেদীন।
বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর নুরল আবসার, রেজিস্টার প্রফেসর প্রদিপ চক্রবর্ত্তী, বিজনেস এডমিনিস্ট্রেশন ডিন ড. সৈয়দ আলী ফজল, অ্যাক্টিং ডিন ড. মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।