ইউএসটিসিতে নবীনবরণ

| শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ইউএসটিসিতে গতকাল বৃহস্পতিবার জুলাই-ডিসেম্বর সেশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের নতুন ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, ব্যাংকার আসরাফ উজ জামান, উপ- উপাচার্য অধ্যাপক ড. নুরুল আবসার, রেজিস্ট্রার ইন চার্জ দিলীপ কুমার বড়ুয়া, পরিচালক আইকিউএসি ড. সৈয়দ আলী ফজল।
উল্লেখ্য যে গত ৩০ বছরের অধিক সময় ধরে ইউএসটিসি দেশের শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে চলেছে এবং প্রতিনিয়তই শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার ও বায়েজিদ থানায় নতুন ওসি
পরবর্তী নিবন্ধসুশিক্ষাই পারে সমাজকে বদলে দিতে