বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (ইউএসটিসি) ‘স্কিলড ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সেমিনারে ‘আর্ডুইনো বেজড অপটিক্যাল ফাইবার সিস্টেম’ ও ‘ইলেক্ট্রনিক্স অ্যান্ড পিএলসি’ শীর্ষক দুটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অভ ট্রান্সপোর্টেশনের আইটিএস ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া।
অনুষ্ঠানে প্রকৌশলী রানা বড়ুয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী সুখময় বড়ুয়া ও ডা. জয়শ্রী বড়ুয়া। দিনব্যাপী সেমিনারে ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল লিটারেসি ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।