ইউএসটিসিতে তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ব্লক-ডিতে গতকাল মঙ্গলবার ৩ দিনব্যাপী এক এডমিশন ফেয়ারের উদ্বোধন করেছেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসটিসির উপ উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, ফ্যাকাল্টি অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন প্রফেসর ড. দেব প্রসাদ পাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. সৈয়দ আলী ফজল, রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, প্রক্টর ইঞ্জিনিয়ার কাজী নুর-ই-আলম সিদ্দিকী, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আজকে এই এডমিশন ফেয়ার-এর মধ্য দিয়ে ইউএসটিসি’তে বিদ্যমান বিভিন্ন কোর্স সম্পর্কে সকলকে জানিয়ে দেয়ায় হচ্ছে এর প্রধান লক্ষ্য।
এদিকে এডমিশন ফেয়ারের প্রথম দিনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্পট এডমিশনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত এডমিশন ওয়েভার বিদ্যমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে মুক্ত আলোচনা
পরবর্তী নিবন্ধঅপরিকল্পিত রেজিস্ট্রেশন বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়ন দাবি