ইউএসটিসিতে ‘জনস্বাস্থ্যে নার্সিং পেশার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

| বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:৩০ অপরাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) উদ্যোগে গত ১ সেপ্টেম্বর ‘জনস্বাস্থ্যে নার্সিং পেশার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক নার্সিং গ্র্যাজুয়েটদের জনস্বাস্থ্যের বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করতে এবং এই ক্ষেত্রে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা হাইলাইট করতে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইএএইচএস হাসপাতালের পরিচালক ও আনোয়ারা নুর নার্সিং ইনস্টিটিউটের কোচেয়ারম্যান অধ্যাপক ডা. মো. বদিউল আলম। ইউএসটিসির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল আবছার, আনোয়ারা নুর নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মিনারা খানম, আনোয়ারা পাবলিক হেলথ নুর নার্সিং কলেজের অধ্যক্ষ ইলা দাস, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. প্রনয় কুমার মজুমদার।

সেমিনারে সংশ্লিষ্ট শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত উপস্থাপনা ও বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে নার্সিং পেশাদারদের জনস্বাস্থ্য উদ্যোগে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে উৎসাহিত করা হয়। ইউএসটিসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সোলায়মান বক্তব্যে নার্সিংয়ে অব্যাহত শিক্ষা উন্নয়ন এবং যুগোপযোগী নেতৃত্বের গুরুত্বে উপর জোর দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাঙা হচ্ছে ব্রিজের নিচের সেই ড্রেন
পরবর্তী নিবন্ধপদত্যাগ করল আউয়াল কমিশন