ইউএসটিসিতে গোলটেবিল আলোচনা

| বুধবার , ৫ জুন, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এনেট্রেপ্রেনিউরিয়াল সায়েন্সেসের উদ্যোগে ‘এমবিএম প্রোগ্রাম : প্রসপেক্টস অ্যান্ড অপর্চুনিটিজ ফর ক্যারিয়ার ইন ব্যাংকিং সেক্টরস’ বিষয়ক গোলটেবিল আলোচনা গত ৩ জুন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সেশন চেয়ার ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। অতিথি ছিলেন জোনাল হেড মোহাম্মদ আজম। প্রধান বক্তা ছিলেন ব্যাংকার্স ক্লাবের চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ রোসাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন এ এইচ এম লতিফ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ফাহমিদা আহমেদ। প্রধান বক্তা বলেন, ব্যাংক ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি পেশাগত উন্নয়ন এবং ক্যারিয়্যার বৃদ্ধির জন্য একটি কৌশলগত বিনিয়োগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান
পরবর্তী নিবন্ধলোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন হাসান আকবর